১১০ দেশের ২০৩০ জন প্রতিনিধির অংশগ্রহণ

১১তম সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় ১১তম সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীর ১১০টি দেশের ২ হাজার ৩০ জন প্রতিনিধি এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করেন। পাঁচদিনব্যাপী সামাজিক ব্যবসা দিবসের বিভিন্ন অনুষ্ঠান প্রতিদিন গড়ে ১২ হাজারের বেশি মানুষ প্রত্যক্ষ করেন। বিভিন্ন সামাজিক মিডিয়া প্লাটফরমে পৃথিবীর নানা দেশ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়।
সামাজিক ব্যবসা দিবসের আলোচনায় উল্লেখ করা হয় যে, পৃথিবীর মাত্র শূন্য দশমিক তিন শতাংশ মানুষকে এ পর্যন্ত কোভিড-১৯ এর টিকা দেয়া হয়েছে অথচ উন্নত দেশগুলো তাদের নিজেদের জন্য টিকার পাহাড় গড়ে তুলছে। মহামারী শুরুর পর থেকে ‘বিগ ফার্মা বিলিয়নিয়ারের’ সংখ্যা বেড়ে চলেছে। টিকা উৎপাদনে ব্যয়িত প্রতি ১ মার্কিন ডলারের বিপরীতে টিকা বিতরণে ৫ ডলার করে খরচ করতে হচ্ছে। মাত্র ৬০ সেন্টের একটি টিকা দশ ডলারে বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেন ইউএনএইডস এর নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা। তিনি বলেন, একটি কোভ্যাক্স টিকার গড় মূল্য ১০ ডলার। কিন্তু এর প্রকৃত উৎপাদন খরচ ৬০ সেন্ট। স্থানীয়ভাবে টিকার উৎপাদন খুবই জরুরি বলে মন্তব্য করে বলা হয়েছে এই মহামারী কতদিন স্থায়ী হবে তা কোনো বৈজ্ঞানিক সমস্যা নয়- সমস্যাটি টিকার একচেটিয়ার, টিকা বর্ণবাদের। অনুষ্ঠানে নোবেলজয়ী প্রফেসর ইউনূস আরো বলেন, ‘মহামারী মোকাবেলায় আমি এখন পর্যন্ত কোনো একক বৈশ্বিক পরিকল্পনা দেখছি না।’ তিনি সকলের প্রতি তাঁদের নিজ নিজ সরকার, প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে একটি সার্বিক সমাধানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এ বছরের সামাজিক ব্যবসা দিবস মূলত ভার্চুয়াল প্লাটফরমে অনুষ্ঠিত হলেও উগান্ডার কাম্পালা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় জিম্বাবুয়ে ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে স্থানীয়ভাবে এর গ্রাউন্ড সেশনসমূহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাঁর সাথে ছিলেন অপর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী টিমোর লেস্টের প্রাক্তন প্রেসিডেন্ট হোসে রামোস হোরতা, ইউএনএইডস-এর নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা এবং ড্যানোন এর প্রাক্তন প্রধান নির্বাহী ইম্যানুয়েল ফেবার। লুক্সেমবার্গের গ্র্যান্ড ডাচেস মহামান্য মারিয়া টেরেসা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ভাষণ দেন। পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেক্টারগণও অনুষ্ঠানে যোগ দেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত বিনিময় করেন। পাঁচদিনের এই আয়োজনের মধ্যে ছিল ১৬টি প্ল্যানারি সেশন ও ৮টি একাডেমিয়া ফোরাম। অনুষ্ঠানের মূল সেশনগুলোতে ইনফোসিস এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূরতি, অ্যাভনের প্রাক্তন প্রধান ও গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট অ্যান্ড্রিয়া জাং, সীড হেলথের প্রধান নির্বাহী ড. ভ্যানেসা কেরী, চায়না কন্সট্রাকশন ব্যাংকের চেয়ারম্যান টিয়ান গুয়োলি, সোশ্যাল এন্টারপ্রাইজ ইউকে’র প্রধান নির্বাহী পিটার হলব্রুক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মারিনা মাহাথির এবং অভিনেত্রী ও সমাজকর্মী শ্যারন স্টোন অংশ নেন। এবারের সম্মেলনে সামাজিক ব্যবসা অ্যাকাডেমিয়া ফোরামে পৃথিবীর ৩৪টি দেশের ৯২টি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিশেষজ্ঞগণ সামাজিক ব্যবসা অ্যাকাডেমিক কারিক্যুলাম ও কোর্স পরিকল্পনা এবং সামাজিক ব্যবসা গবেষণা নিয়ে আলোচনা করেন। এবারের সামাজিক ব্যবসা দিবসের অন্যতম আকর্ষণ ছিল শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্তৃক ‘থ্রি জিরো ক্লাব’ উদ্বোধন। এর মূল লক্ষ্য হচ্ছে কিশোর ও তরুণদেরকে ‘তিন শূন্য’র পৃথিবী বিনির্মাণে উজ্জীবিত করা।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর ১৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
পরবর্তী নিবন্ধজেলা-উপজেলায় অভিযান অব্যাহত