চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি সিএনজি চালিত অটো রিকসা জব্দ করে। গত সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
জানা যায়, মহাসড়কে নিষিদ্ধ থ্রি–হুইলার আটকের অভিযানে নামে উপজেলা প্রশাসন। গত সোমবার চন্দনাইশ পৌরসভা ও হাশিমপুর ইউনিয়নে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এসময় ১১টি সিএনজি আটক করা হয়। পরে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে আটককৃত প্রতিটি সিএনজি অটোরিকশার চালককে ২ হাজার টাকা করে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, মহাসড়কে দ্রুত এবং ধীরগতির বাহন একসাথে চলাচল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কে যাতে সিএনজি চালিত অটোরিকশা চলতে না পারে সেজন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ ধরনের যানবাহন ঝুঁকিপূর্ণভাবে মহাসড়কে চলাচল করছে। তাই চন্দনাইশ উপজেলা প্রশাসন কর্তৃক মহাসড়কে থ্রি–হুইলার সিএনজি চালিত অটোরিকশা চলাচল রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।