১০ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা

চসিকের ভ্রাম্যমাণ আদালত

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুই অভিযানে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরীর চাঁদগাও থানাধীন কামাল বাজার ও কাজীরহাট এলাকার আরকান রোডে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় ফুটপাত ও রাস্তার অংশ দখল করে ব্যবসা করায় এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর অভিযানে মেহেদীবাগ রোডে ফুটপাত ও রাস্তার উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রীর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধমানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়