চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এক কোটি টাকা ও তার বেশি অর্থ অনুদান দেয়া ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গোল্ড মেডেল প্রদান করা হয়েছে।
চট্টগ্রামের মানুষের বহুল প্রত্যাশার এই হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুদানের এই অর্থ বড় ধরণের ভূমিকা রেখেছে বলে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন, মানুষের দানে মানুষের জন্য গড়ে তোলা এই হাসপাতালে দশ টাকাও অনুদান নেয়া হয়েছে। স্কুলের টিফিনের পাঁচ–দশ টাকা বাঁচিয়েও কয়েকজন শিক্ষার্থী সামিল হয়েছেন এই নাগরিক উদ্যোগে।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, সবার সম্মিলিত উদ্যোগেই চট্টগ্রামে ক্যান্সার চিকিৎসার প্রথম এই পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে উঠলো। গতকাল গোল্ড মেডেল পাওয়া ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অসুস্থতাজনিত কারণে প্রফেসর ডা. আবু তাহের উপস্থিত হতে পারেননি। বাকি ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কাছ থেকে গোল্ড মেডেল গ্রহণ করেছেন।