১০ বছর বয়সে হাফেজ

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:১৪ পূর্বাহ্ণ

মাত্র ১০ বছর বয়সে পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছে মহেশখালীর রাকিব হোসেন। মহেশখালীর জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা মাদ্রাসা থেকে দুই বছরে হেফজ সম্পন্ন করে সে। মাদ্রাসার শিক্ষক হাফেজ নুর হাশেম বলেন, রাকিব হোসেন মেধাবী ও শান্ত প্রকৃতির শিক্ষার্থী ছিল। সঠিকভাবে দিকনির্দেশনা অনুসরণ করে চলেছে। হাফেজ হতে তার প্রবল ইচ্ছা আর আকাক্সক্ষা ছিল। হেফজ সম্পন্ন করায় রাকিব হোসেনকে গতকাল শুক্রবার অনানুষ্ঠানিকভাবে পাগড়ি দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য মাদ্রাসার বার্ষিক সভায় হেফজ সম্পন্নকারী অন্যান্য হাফেজদের সাথে তাকেও আনুষ্ঠানিকভাবে পাগড়ি ও সনদ প্রদান করা হবে।

রাকিব মহেশখালী পৌরসভার উত্তর ঘোনাপাড়া এলাকার এম. বশির উল্লাহ ও নাজমা খানম দম্পতির দ্বিতীয় পুত্র।

পূর্ববর্তী নিবন্ধআঁকাবাঁকা পাহাড়ি পথে রোমাঞ্চকর তাজিংডং
পরবর্তী নিবন্ধপটিয়ায় সন্ত্রাসী ফাহিমের ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু