১০ নম্বর জার্সি বন্ধের আহ্বান মার্শেই কোচের

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:৫৫ পূর্বাহ্ণ

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সম্মানে ফিফার প্রতি ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর (স্থায়ীভাবে তুলে রাখা) আহ্বান জানিয়েছেন লিগ ওয়ানের দল অলিম্পিক মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস। আর্জেন্টাইনদের কাছে ম্যারাডোনা পরিচিত ছিল ‘এল দিয়োস’ হিসেবে, যার অর্থ ‘ঈশ্বর’ আবার তার বিখ্যাত ১০ নম্বর জার্সির জন্য তাকে ডাকা হয় ‘এল দিয়েস’ নামেও। ম্যারাডোনার প্রতি সম্মানে ২০০০ সালের পর থেকে ১০ নম্বর জার্সি ব্যবহার করেনি তার সাবেক ক্লাব নাপোলি। মাঝারি মানের দল নিয়েও যে ক্লাবকে তিনি দুইবার এনে দিয়েছিলেন সিরি ‘এ’ শিরোপা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে বুধবার ২-০ গোলে হারের পর পর্তুগিজ কোচ বোয়াস বললেন, ফিফারও উচিত হবে ১০ নম্বর জার্সি স্থায়ীভাবে তুলে রাখা। ম্যারাডোনার মৃত্যুর খবর মেনে নেওয়া খুব কঠিন। আমি ফিফাকে অনুরোধ করব ১০ নম্বর জার্সি সব প্রতিযোগিতা থেকে তুলে রাখতে। এটাই হতে পারে তার প্রতি সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায়। তার মৃত্যুর বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণীয় শূন্যতা।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি স্মরণ করলো ম্যারাডোনাকে
পরবর্তী নিবন্ধকত সম্পদ রেখে গেলেন ফুটবল ঈশ্বর