চোরাই বিটুমিন ও পিকআপসহ ছয় চোরকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. মানিক (৩৯), মোহাম্মদ ফরহাদ বিন শফি (৩২), মো. শুক্কুর আলী (২৭), মো. রশিদ (৩৮), মো. আরাফাত (২৪) ও মো. আবু বক্কর (২৬)। গত ২৪ জানুয়ারি রাত থেকে গতকাল ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ জানুয়ারি বিকেল সাড়ে চারটা থেকে ২৩ জানুয়ারি সকাল ১১টার মধ্যে কোতোয়ালী থানাধীন আছদগঞ্জ পোস্ট অফিস গলি থেকে ১০টি বিটুমিনের ড্রাম চুরি হয়ে যায়। গত ২৪ জানুয়ারি রাতে এ ঘটনায় জড়িত মো. শুক্কুর আলী (২৭), মো. রশিদ (৩৮), মো. আরাফাত (২৪) ও মো. আবু বক্করকে (২৬) আশরাফ আলী রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শুক্কুরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বাকি তিনজনের সহায়তায় ঘটনাস্থল থেকে ১০ ড্রাম বিটুমিন চুরি করে আসামি ফরহাদ বিন শফির (৩২) মাধ্যমে মানিকের কাছে বুঝিয়ে দেয়। পরে চুরিতে ব্যবহৃত পিকআপটি আশরাফ আলী রোড থেকে উদ্ধার করে। আসামি ফরহাদ বিন শফিকে সদরঘাট থানাধীন মালুম মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার তথ্যমতে মানিককে কদমতলী মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।












