‎ ১০ ঘণ্টা পর মীরসরাইয়ে রোলার চালকের লাশ উদ্ধার

‎মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২৩ জুন, ২০২৫ at ২:০২ অপরাহ্ণ

মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া তেলের ভাউচারের নীচ থেকে ১০ ঘণ্টা পর হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোবাবর (২২ জুন) রাত ১২টার দিকে উপজেলার জামালের দোকান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎নিহত হাবিব উল্লাহ মীরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় নতুন বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

‎এর আগে রোববার বিকেলে মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেলবাহী ভাউচার রোলারের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে আগুন ধরে যায়। মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ভাউচার এর হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর ভাউচার চালক পালিয়ে যায়। তখন থেকে রোলার চালক নিখোঁজ ছিল। পরে রাত ১২টার দিকে দুর্ঘটনা কবলিত তেলের ভাউচার উদ্ধার করলে নিচে রোলার চালকের লাশ পাওয়া যায়।

‎জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, রোববার বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেনে তেলবাহী একটি ভাউচার সামনে থাকা চলন্ত রোলারের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় তেলের ভাউচারটির ইঞ্জিন কেবিনে আগুন ধরে যায়। পরে মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎এ সময় গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। তখন থেকে রোলার চালক নিখোঁজ ছিল। ক্রেন না পাওয়ায় প্রায় ১০ ঘণ্টা পর রোববার রাত ১২টার দিকে দুর্ঘটনা কবলিত তেলের ভাউচারটি উদ্ধার করা হয়েছে। এ সময় নীচ থেকে রোলার চালক হাবিব উল্লাহর লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধ২ হাজার ১৪৫ কোটি টাকার বাজেট দিলেন ডা. শাহাদাত
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে রাতের আধাঁরে ৫টি গরু চুরি