১০ আসনের উপনির্বাচন নতুন প্রজন্মকে জাগরণের চ্যালেঞ্জ

মহানগর ছাত্রলীগের সাথে বৈঠকে সুজন

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৭:১৩ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অপঘাত এসেছে। এটাকে উপলব্ধি করে আমাদেরকে ঘুরে দাড়াতে হবে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায়। চট্টগ্রাম১০ আসনের উপর্নিবাচনের মাধ্যমে তাদেরকে জাগিয়ে তুলাটাই আমাদের একমাত্র কর্তব্য।

গতকাল লালখান বাজারে মহানগর ছাত্রলীগের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এতে চট্টগ্রাম১০ উপ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের মা বাবা, আত্মীয় স্বজন যাদের ভোটাধিকার আছে তাদেরকে ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং কোনভাবে যাতে নির্বাচন বানচাল করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন।

ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, নুরুল আনোয়ার, শওকত আলম, ইয়াছিন আরাফাত কচি, একরামুল হক রাসেল, ফররুখ আহমেদ পাভেল, জয়নাল উদ্দীন জাহেদ, খোরশেদ আলম, আবুল মনছুর, আমির হোসেন সোহাগ, মোহাম্মদ বিন ফয়সাল, আব্দুল হালিম মিতু, ইমরান আহমেদ বনি, শফিকুল আলম পাভেল, শেখ সরফুদ্দিন সৌরভ, সাব্বির সাকির, রেজাউল করিম প্রীতম, সৈয়দ আনিছুর রহমান, সরফুল আলম জুয়েল, হাসান আলী, হাবিবুর রহমান, মোশারাবুল হক চৌধুরী, আরাফাত রুবেল, ইমাম উদ্দীন নয়ন, মো. সালা উদ্দিন, শহিদুল্লাহ বাবুল, আরাফাত সরওয়ার খান, মোহামিনুল ইসলাম রাহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের স্মার্ট নাগরিক
পরবর্তী নিবন্ধপরিবার পরিকল্পনা সেবায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রাউজান উপজেলা পরিষদ