হটলাইন নম্বরে (১০৬) অভিযোগ পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক ফয়সাল আহমেদ কাদেরের নেতৃত্বে অভিযান চালিয়ে হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে এই দুই দালালকে আটক করা হয়। আটক দুইজন হলেন রাজীব বৈদ্য (২৮) ও মো. হাসান (২২)।
দুদকের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ কাদের সাংবাদিকদের বলেন, দুদকের হটলাইন নম্বরে অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। পরবর্তীতে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন জায়গায় আমরা আড়াই ঘণ্টা অবস্থান করি। এসময় দুই দালালকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। দালালের দৌরাত্ম্য রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, হাসপাতালের কর্মকর্তা ও আনসার সদস্যরা মিলে এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়ার্ড থেকে ওষুধ চোর চক্রের সদস্য ও দালাল আটক করে আসছিল। বেশ কয়জনের বিরুদ্ধে মামলাও দেয়া হয়। তবে কদিন পর ছাড়া পেয়ে বা জামিনে এসে ফের একই কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়ে। যেন কিছুতেই দালাল বা ওষুধ চোর চক্রের দৌরাত্ম্য থামানো যাচ্ছিল না।
এবার হটলাইন নম্বরে ফোনকল পেয়ে দুদকের টিমও দালাল আটকের অভিযানে যোগ দিল। দালালের দৌরাত্ম্য প্রতিরোধে বিভিন্ন সময় দুদকের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।







