২০১৮ সালের ৪৩ রানের লজ্জা যেন উকি দিচ্ছিল সেই স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। সেবারের হন্তারক কেমার রোচ এবারেও দৃশ্যপটে। তবে এবারে সে লজ্জা পেতে হয়নি বাংলাদেশকে।
কোনমতে শতরান পার করতে পেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল কিছুটা হাল না ধরলে লজ্জার চাদর আবারো জড়াতে হতো বাংলাদেশকে।
সেই দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ব্যাটিং বিপর্যয় যেন রোধ কনা যাচ্ছেনা কোনমতে। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে ছয়জন শূন্যরানে আউট হওয়ার নজির গড়েছিল। এই ম্যাচেও সে ধারা অব্যাহত রাখল বাংলাদেশের ব্যাটাররা।
জয়, শান্ত, মোমিনুল, সোহান, মোস্তাফিজ এবং খালেদ ফিরেছেন রানের খাতা খোলার আগেই। তামিমের ৪৩ বলে ২৯ এবং অধিনায়ক সাকিব আল হাসানের ৬৭ বলে ৫১ লজ্জার হাত থেকে বাঁচিয়েছে বাংলাদেশকে।
এ দুজন ছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছেন কেবল একজন। ১২ রান করেছেন লিটন। ইনিংসের শুরুতেই বাংলাদেশের কোমর ভেঙে দেন কেমার রোচ। নিজের এবং ইনিংসের প্রথম এবং দ্বিতীয় ওভারে এই পেসার ফেরান জয় এবং শান্তকে। ব্যাটিংয়ে মনযোগ দিতে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া মোমিনুল হেটেছেন একই পথে।
রানে খাতা খোলা হয়নি তার। তামিম এবং লিটন প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন দুজন। এরপর সাকিব একাই দলকে টানার চেষ্টা করেছেন। কিন্তু হাফ সেঞ্চুরির পর তিনিও ফিরেছেন। তবে ততক্ষণে অন্তত লজ্জার হাত থেকে দলকে রক্ষা করেছেন সাকিব।












