চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাব আয়োজিত ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলি আব্বাস। এবারের টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। দল গুলো হচ্ছে আগ্রাবাদ মাস্টার্স, এ্যামেচার ক্রিকেট ক্লাব, চিটাগং মাস্টার্স, চিটাগং রয়্যাল্স, চিটাগং ইউনাইটেড, ওল্ড ব্রাইট এ্যাসেসিয়েশন, এসএসএস মাস্টার্স এবং ৯০’স উইলোজ। টুর্নামেন্টে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ইউনাইটেড এবং এসএসএস মাস্টার্স। দ্বিতীয় ম্যাচে খেলবে চিটাগাং রয়্যালস এবং ওল্ড ব্রাইট এসোসিয়েশন। আর দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে আগ্রাবাদ মাস্টার্স এবং চিটাগাং মাস্টার্স। আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। এদিকে গত মঙ্গলবার রাতে নগরীর এক কনভেনশন হলে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্জ্ব আলী আব্বাস, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিজেকেএস ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, যুগ্ম সম্পাদক শওকত হোসেন, আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা, ইস্পাহানি গ্রুপের স্পোর্টস ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সাবেক ক্রিকেটার সাধন চন্দ্র দুবে। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার এবং উইকেন্ড ক্লাবের কর্মকর্তা ফজলে বারী খান রুবেল, শহিদুর রহমান, নুরুল আবেদীন নোবেল, প্রভিন হিঙ্গানিকার, জাহিদ রেজা বাবু, শাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল আলম বাবু। অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয় এবং অংশগ্রহণকারী সবকটি দলের জার্সি উন্মোচন করা হয়। দল সমূহের গ্রুপিং ও স্টান্ডিং নির্ধারণ করা হয়। সে সাথে টুর্নামেন্টের ফিকশ্চার প্রণয়ন করা হয়।