কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শতাব্দী গোষ্ঠী এবং বার্ডস স্পোর্টিং ক্লাবের খেলাটি ভেজা পিচের কারণে অনুষ্ঠিত হতে পারেনি। খেলাটি পরিত্যক্ত হওয়ায় দু’দল একটি করে পয়েন্ট পাবে। ৬ খেলা শেষে শতাব্দী গোষ্ঠী ১৩ এবং সমান খেলায় বার্ডস স্পোর্টিং ৭ পয়েন্ট পেয়েছে। আগের দিন অনুষ্ঠিত খেলায় সিটি কর্পোরেশন একাদশ গ্রিন ৪৫ রানে ইয়ং স্টার ব্লুজকে পরাজিত করে। ৬ খেলা শেষে সিটি কর্পোরেশন গ্রিন এবং ইয়ং স্টার ব্লুজ উভয় দল ৯ পয়েন্ট করে পেয়েছে। আজকের খেলা : স্টার ক্লাব বনাম কর্ণফুলী ক্লাব।