কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে ইয়ং স্টার ব্লুজ। গতকাল মঙ্গলবার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৬৮ রানে পরাজিত করে শতাব্দী গোষ্ঠীকে। টসে জিতে ইয়ং স্টার ব্লুজ প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ২২১ রান সংগ্রহ করে। জবাবে শতাব্দী গোষ্ঠী ৩১.৪ ওভার খেলে ১৫৩ রান তুলে সবাই আউট হয়ে যায়। ইয়ং স্টারের পক্ষে মো. ফয়সাল ৫৩,মো. দেলোয়ার হোসেন ৩৩, বাদশাহ খালেদ টগর ২৫, মো. জাভেদ বিন আলম ২২ এবং শাহাদাত হোসেন শান্ত ২০ রান করে। অতিরিক্ত রান হয় ২২।
শতাব্দী গোষ্ঠীর শহীদুল ইসলাম ৩টি এবং আবু সাইদ আল ফাহিম ২টি উইকেট নেন। শতাব্দী গোষ্ঠীর পক্ষে রিপন হোসেন মোরসালিন অপ. ৬৪ এবং সিফাত শাহেদ ৪৭ রান করেন। অতিরিক্ত রান হয় ১০। ইয়ং স্টার ব্লুজের মো. ফয়সাল এবং মো. দেলোয়ার হোসেন ৩টি করে উইকেট পান। ২টি উইকেট নেন শাহাদাত হোসেন শান্ত। আজকের খেলায় অংশ নেবে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা এবং সিটি কর্পোরেশন গ্রীন।