১ম বিভাগ ক্রিকেটের সুপার লিগে কোয়ালিটি হারালো সীতাকুন্ডকে

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেটের সুপার লিগে কোয়ালিটি স্পোর্টস ৭৩ রানে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। এ জয়ে কোয়ালিটি সুপার লিগে ৩ খেলা শেষে ৪ পয়েন্ট নিয়ে তাদের এবারের লিগ পর্ব শেষ করেছে। সীতাকুন্ড সমান খেলায় কোন পয়েন্ট পায়নি। আগামী ৪ জুন রাইজিং স্টার জুনিয়র এবং শতাব্দী গোষ্ঠীর মধ্যকার খেলায় লিগের শিরোপা নির্ধারিত হবে। শতাব্দী গোষ্ঠী ২ খেলায় ৪ এবং রাইজিং জুনিয়র সমান খেলায় ৬ পয়েন্ট পেয়েছে। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে কোয়ালিটি প্রথমে ব্যাট করে। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তারা ২৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিফাত ইসলাম মিম ৬৬, নাজমুল কবির ৬৩, শাহরিয়ার শুভ ৫২, ফারহান বিল্লাহ সাজিদ ২৭, মেহেদি হাসান তুহিন ২২ এবং ইমরান বিন সিরাজ ১৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৬ রান। সীতাকুন্ড উপজেলার পক্ষে সাজ্জাদ হোসেন ৩টি এবং মো. মহসিন ২টি উইকেট পান। জবাবে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা ৪৮.১ ওভার খেলে ২১৬ রান তুলে সব উইকেট হারায়। দলের হয়ে সাইদ ওয়াহিদ অনন্য ৩৬,মো. মহসিন ৩৫, সাজ্জাদ হোসেন ৩৩, সাকিব চৌধুরী ২৯, আহমুদুল হাসান সৌরভ ২৮, মাসরুর আবেদিন খান ১৬ এবং মো. সাজ্জাদ হোসেন ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান। কোয়ালিটির পক্ষে ইমরান বিন সিরাজ ৩টি, মেহেদি হাসান তুহিন এবং মো. রাকিব ২টি করে উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের খেলা
পরবর্তী নিবন্ধমির্জাপুর ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন