সিজেকেএস ভিশন শিপিং ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগের সমাপনী আজ। দুটি লিগেরই ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রথমে বিকাল ৩ টায় ২য় বিভাগ হ্যান্ডবল লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে সি এফ সি বনাম কল্লোল সংঘ। বিকাল ৪ টায় ১ম বিভাগ হ্যান্ডবল লিগের ফাইনালে কোয়ালিটি স্পোর্টস ক্লাব বনাম ইয়ং স্টার ব্লুজ পরস্পরের মোকাবেলা করবে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন সাবেক সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। এদিকে গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে ১ম বিভাগের ৬টি এবং ২য় বিভাগ লিগের ৪টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম বিভাগের খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব ১৪–১৩ গোলে বি সি আই সি ক্রীড়া সংসদকে, বাংলাদেশ রেলওয়ে এস.এ ৬–১ গোলে নবীন মেলাকে, এম.এইচ স্পোর্টিং ক্লাব ৬–৪ গোলে নিমতলা লায়ন্স ক্লাব কে, ইয়ং স্টার ব্লুজ ১৪–৭ গোলে চ.ব.ক ক্রীড়া সমিতিকে, চন্দনপুরা একাদশ ৩–১ গোলে কোয়ালিটি এস.সি (ব্লুজ)কে এবং বার্ডস স্পোর্টিং ক্লাব ৩১–২৭ গোলে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীকে পরাজিত করে। ২য় বিভাগ হ্যান্ডবল লিগের খেলায় আবেদীন ক্লাব ১২–০১ গোলে পাঁচলাইশ যুব সংঘ, কল্লোল সংঘ গ্রীন ০৩–০০ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রীনকে, সি এফ সি ২৬–০৩ গোলে অছি ক্লাবকে এবং বাংলাদেশ রেলওয়ে র্যাঞ্জার্স ৭–৪ গোলে শতাব্দী গোষ্ঠীকে পরাজিত করে।