জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস গতকাল সোমবার মিশরে বৈশ্বিক উষ্ণতারোধ সংক্রান্ত আলোচনায় বিশ্ব নেতাদের উদ্দেশে বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাবের প্রেক্ষিতে মানবতাকে অবশ্যই হয় সহযোগিতা নতুবা ধ্বংস- দুটোর একটিকে বেছে নিতে হবে।
কোভিড মহামারী ও ইউক্রেনে রুশ অভিযান থেকে শুরু করে জলবায়ূ পরিবর্তন পর্যন্ত বিপর্যয়ে পর্যদস্তু অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের তোলপাড়ের এই চরম সংকটের প্রেক্ষাপটে গুতেরেস বলেন, বিশ্ব এখন জীবন মরনের লড়াইয়ে রয়েছে।
তিনি লোহিত সাগর রিসোর্ট শর্ম আল-শেইক -এ জাতিসংঘের কোপ-২৭ শীর্ষ সম্মেলনে বলেন, বিশ্ব মানবতার কাছে এখন সহযোগিতা অথবা ধ্বংস- এর যে কোনো একটিকে বেছে নেয়ার সময়। একটি ‘জলবায়ু সংহতি চুক্তি’ অথবা ‘একটি যৌথ আত্মহত্যা চুক্তি’ যে কোনো একটিকে বেছে নিতে হবে। খবর বাসসের।
গুতেরেস ধনী দেশ ও উদীয়মান অর্থনীতির মধ্যে একটি ‘ঐতিহাসিক’ চুক্তির আহ্বান জানিয়ে বলেন, চুক্তির মাধ্যমে নির্গমন কমাতে এবং তাপমাত্রা বৃদ্ধিকে উচ্চাভিলাষী প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রায় প্রাক-শিল্প যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রাখতে হবে। তিনি সতর্ক কওে বলেন, বর্তমান ক্রান্তিলগ্নে আমরা নরকের জলবায়ুর মহাসড়কে আছি, আমাদের পা দ্রুত এগিয়ে যাচ্ছে।