হ্যান্ডবল রেফারিজ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

| সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সহযোগিতায় সরকারী শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামে ৪ দিনব্যাপী হ্যান্ডবল রেফারিজ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মসুচির সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি মো: হাফিজুর রহমান। সরকারী শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম গিয়াস উদ্দিন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী লায়ন মো: জাহেদুল করিম বাপ্পী সিকদার, চট্টগ্রাম জেলার ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কাউন্সিলর ও সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশ। উক্ত সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত কোর্সের ইন্সট্রাকটর এবং জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষক নাসির উল্লাহ্‌ লাবলু ও কোর্সের ইন্সট্রাকটর এবং বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উত্তম সেনগুপ্ত, এহতেশামুল হক মুন্না। অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য রাখেন বাবলি আসাম, মোরশেদুল আলম। সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারী শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের প্রভাষক সাইফুল্লাহ্‌ মুনির। উল্লেখ্য গত ৫ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৪ দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারী শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থী, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং হ্যান্ডবল খেলোয়াড়সহ প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল আয়োজিত টুর্নামেন্টে জাবেদের ডাবল ক্রাউন অর্জন
পরবর্তী নিবন্ধনাঙ্গলমোড়ায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট শুরু