আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরের ওপর হামলা মামলার প্রধান আসামি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে কামাল তামান্না ফারাহর আদালতে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বলে বাদীপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন। কামাল হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
উল্লেখ্য, গত ১৯ জুন রাত ১০টায় লেদা থেকে বাড়ি ফেরার পথে রঙ্গীখালী রাস্তার মাথাস্থ ব্রিজের ওপর মোহাম্মদ নুর ও মো. সরোয়ারের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।