হ্নীলায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:৩৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় আলীখালী গহীন পাহাড়ে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রফিক নামের একজন নিহত হয়। গতকাল মঙ্গলবার রফিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি মুঠোফোনে স্থানীয়দের বরাত দিয়ে জানান, এলাকায় জনশ্রুতি আছে রফিক ডাকাতির কাজে জড়িত।

রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুজিব জানান, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্পের একাধিক বাসিন্দা জানান, নিহত রফিক রোহিঙ্গা ডাকাত হিসেবে পরিচিত। সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করতো সে। মুক্তিপণ দিতে না পারলে হত্যার ঘটনাও ঘটাতো রফিক।

এদিকে রফিকের স্ত্রী শামসুন্নাহার অভিযোগ করে বলেন, আলী খালির হারুন, লেড়াইয়া আনোয়ার ও উলুচামরীর লাইট জালাল আমার স্বামীকে কঙবাজার ডেকে এনে তারা তিনজন মিলে হত্যা করেছে। আমি অপরাধীদের আওতায় এনে এই হত্যার বিচারের দাবি করছি।

পূর্ববর্তী নিবন্ধস্পোর্টস এরেনা : জেলা প্রশাসককে সিভিল সার্জনের চিঠি
পরবর্তী নিবন্ধঅননুমোদিত হাসপাতাল, ক্লিনিক অবশ্যই বন্ধ করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী