হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশাহ পাড়ার হোসেন এলাহী বাচা (৪০) হত্যাকাণ্ডে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে নিহতের ভাই মোহছেন এলাহী স্থানীয় ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ হাসেমসহ ১৪ জনের নামোল্লেখ এবং আরো অজ্ঞাতনামা ১২ জনকে বিবাদী করে এ হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ইতিমধ্যে মামলার প্রধান আসামি কালা বাদশাহ পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র মোঃ রাশেদ হোসেন (৪০), মৃত ফেজু মিয়ার পুত্র যুবলীগ নেতা মোঃ হাসেম (৩৪) ও আরেক আসামি মৃত মোঃ হোসেনের পুত্র মোঃ হারুন প্রকাশ বাসেককে (৫০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান।
উল্লেখ্য, মসজিদ ও মাদ্রাসার আর্থিক দ্বন্দ্বে শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় নৃশংসভাবে খুন হন কালা বাদশাহ পাড়ার শেখ আহম্মদ ডাক্তারের বাড়ির মৃত লতু মিয়া মিস্ত্রির পুত্র হোসেন এলাহী বাচা। এ ঘটনায় মারাত্মক আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের আরেক সহোদর মোমেন এলাহী কালু (৩৮)। এদিকে শনিবার রাতে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়েছে। নিহতের ১০, ৭ ও ২ বছরের তিনটি শিশু সন্তান রয়েছে।