হোটেল শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় জে এম সেন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তপন দত্ত। বক্তব্য রাখেন, ইউনিয়নের জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, সদস্য মীর মো. ইলিয়াছ, আব্দুর রহিম, মো. দিদার, আবু তাহের, দুলাল ভূঁইয়া, শফিক উদ্দিন শফি, নূর আলম, সুভাষ দাস, ইউসুফ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তপন দত্ত বলেন, বাংলাদেশের হোটেল-রেস্টুরেন্ট ও খাবার দোকান সমূহে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। মালিকের মুনাফার যোগান দেয়, জনগণকে সেবা দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এসকল শ্রমিক অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। তাদের চাকরির ন্যূনতম নিশ্চয়তা নাই। শ্রম আইন স্বীকৃত নিয়োগপত্র, পরিচয়পত্র, সবেতন ছুটি, বার্ষিক ছুটি ও সাপ্তাহিক ছুটি কিছুই দেয়া হয় না। শ্রমিকদের যে মজুরি দেয়া হয় তা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রম আইন বাস্তবায়ন, শ্রম আদালত কার্যকর করাসহ শ্রমিকদের নিম্নতম মজুরি ১০ হাজার টাকা ঘোষণা করতে হবে। অন্যথায় ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে। সভায় বক্তারা বলেন, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের একক বৃহত্তম সংগঠন। কিন্তু এ সংগঠনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলমান রয়েছে। তারা বলেন, রাজনৈতিক দলের ভিত্তিতে সংঠনের বিভক্তি শ্রমিক ঐক্যকে দুর্বল করে। এ বিষয়টি শ্রমিকদের মাথায় রাখতে হবে। অন্যথায় শ্রমিকেরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তারা ন্যায়-সংগত দাবি আদায়ে হোটেল শ্রমিকদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধকানুনগো, উপ-সহকারী প্রকৌশলী ও সার্ভেয়র বদলি ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকবে
পরবর্তী নিবন্ধআলকরণে কাউন্সিলর প্রার্থী মাসুমের সমর্থনে গণসংযোগ