নগরের হোটেল পেনিনসুলার সম্প্রসারিত ভবনের বেইজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি। গতকাল সকাল পৌনে ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টা পর ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিস্তারিত আজ বুধবার প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে উল্লেখ করে হোটেলের মার্কেটিং ম্যানেজার কামাল হোসেন দৈনিক আজাদীকে বলেন, আমাদের মূল হোটেল ভবনের পেছনে এঙটেনশন ভবনের বেজমেন্টে ফায়ার স্পার্ক থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। আমারা অধিকতর কনফার্মের জন্য ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা এসে নিয়ন্ত্রণ করে। তবে এটা বড় কোন আগুন নয়। পানি মারার কারণে আমাদের স্টোরে সামান্য ক্ষতি হয়েছে। তিনি বলেন, সব অতিথি তাদের সংরক্ষিত কক্ষে নিরাপদ এবং সুস্থভাবে ছিলেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, খবর পেয়ে আমাদের নয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বেইজমেন্টে কোল্ড স্টোরেজসহ স্টোর রুম ছিল। কীভাবে আগুন লাগল এবং ক্ষয়ক্ষতি কী হয়েছে তা তদন্ত করে বলতে হবে। সেখানে কেউ হতাহত হননি।