হোটেল আগ্রাবাদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম. করম আলীর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মৃতিচারণ সভা গতকাল হোটেলের কর্ণফুলী হলে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাকিম আলী বলেন, এ.এইচ.এম. করম আলী ছিলেন ব্যবসায়ীদের পথিকৃৎ। বাংলাদেশের পর্যটনশিল্প ও অর্থনীতিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে যে কয়েকজন ব্যক্তির অবদান অনস্বীকার্য তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। হাকিম আলী আরো বলেন, মরহুম করম আলী ছিলেন মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী। তিনি ছিলেন সাদা মনের একজন মানুষ। ব্যবসায়ীরা কঠিন ত্যাগ স্বীকার করে একটি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। দেশের কর্মসংস্থান সৃষ্টি করে। এ.এইচ.এম করম আলী শুধু নিজেদের ব্যবসা নিয়ে নয় বরং দেশের অর্থনীতি নিয়েও গভীরভাবে ভাবতেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে পথ বের করতেন। আজকের এই দিনে আমরা আমাদের একজন দুঃসময়ের সাথী ও একজন অভিভাবককে হারিয়েছি। অত্যন্ত কৃতজ্ঞচিত্তে আমরা তার সকল অবদানকে স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এ.এইচ.এম. করম আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে হোটেল আগ্রাবাদ লিমিটেড কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবর জেয়ারত, সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা, ইফতার ও দোয়া মহাফিল। হোটেলের উপ–ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলীর সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন সহকারী মহা–ব্যবস্থাপক মো. হাসানুল ইসলাম, হেড অব এইচআর এন্ড জেনারেল এডমিন সাইফুর রহমান, ডি.সি.এ মো. জামাল হোসেন, আর.ডি.এম মো. রায়হান কায়সার, সিনিয়র ব্যবস্থাপক এফএন্ডবি (সার্ভিস) মনিরুল আলম সরকার, হিসাব কর্মকর্তা মো. আনিসুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











