হোটেল আগ্রাবাদে মোহাম্মদ করম আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

হোটেল আগ্রাবাদ লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ করম আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বাদ জোহর হোটেল আগ্রাবাদের কর্ণফুলী হলে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, মরহুম করম আলী তাঁর কর্মগুণে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন দক্ষ ও সৃজনশীল উদ্যোক্তা। দেশের পর্যটন শিল্পের উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখে গেছেন এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। তাছাড়া তিনি সমাজ ও ধর্মের উন্নয়নে একজন নীরব দাতা ছিলেন। আমরা এই মহৎপ্রাণ ব্যক্তির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআরেফিন সিদ্দিকের মৃত্যুতে আজ ঢাবিতে ছুটি ঘোষণা
পরবর্তী নিবন্ধবেঙ্গল মিট এখন চট্টগ্রামের পাঁচলাইশে