হোটেল আগ্রাবাদে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন

| শুক্রবার , ২৯ নভেম্বর, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

হোটেল আগ্রাবাদের মাল্লিকা রেস্টুরেন্টে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বুফে ডিনারের আয়োজন করে। মাল্লিকা রেস্টুরেন্টে থ্যাঙ্কস গিভিংয়ের উৎসব সাজানো হয়েছে। বুফে ডিনারে থ্যাঙ্কস গিভিংয়ের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক জনপ্রিয় খাবারের ভিন্ন ভিন্ন খাবার থাকবে। হোটেল আগ্রাবাদের সহকারী মহা ব্যবস্থাপক হাসানুল ইসলাম তার বক্তব্যে বলেন, থ্যাঙ্কস গিভিং হলো কৃতজ্ঞতা এবং একত্রিত হওয়ার সময়। চট্টগ্রামে আমরা এই প্রিয় উৎসবের আয়োজন করতে পেরে আনন্দিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভা
পরবর্তী নিবন্ধদেশের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে