মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো: (উত্তর) কার্যালয়ের আওতাধীন বেসরকারি পর্যায়ে পরিচালিত হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসাব হাবীব পলাশ।
গত বৃহস্পতিবার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ন কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো: (উত্তর) এর সহকারী পরিচালক রামেশ্বর দাস, মনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শফিউল হাসান, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোরশেদ আলম শিপন, পরিচালক ইমরান হোসেন রানা, সেন্টারের সার্বক্ষণিক ডাক্তার তুষার, সাইকোলজিস্ট অভিজিৎ নাথ, রিফাত হোসেন এবং সেন্টারের কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে।
পরিদর্শনে কর্মকর্তাগণ মাদকাসক্তি চিকিৎসা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। কর্মকর্তাগণ চিকিৎসাধীন রোগীদের বলেন, মাদকাসক্তি একটি মানসিক রোগ যা চিকিৎসায় ভালো হওয়া সম্ভব। মাদকাসক্তদের দ্রুত সুস্থ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।