হেলিকপ্টার থেকে গুলির দায় নির্দেশ দাতারা এড়াতে পারেন না : হাই কোর্ট

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

হেলিকপ্টার থেকে যারা গুলি করেছেন শুধু তারাই দায়ী নন, যারা নির্দেশ দিয়েছেন তারাও দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন হাই কোর্ট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাড়ির ছাদ ও বারান্দাআঙিনা থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে গতকাল বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন। খবর বাংলানিউজের।

আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী তৈমূর আলম খন্দকার নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব। আইনজীবী তৈমুর আলম খন্দকার আদালতে বলেন, কোনো পাবলিক মুভমেন্ট নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহার করতে স্বাধীনতার পর কেউ দেখেনি। এই হেলিকপ্টার থেকে ঘরে গুলি ছুড়েছে।

আদালত বলেন, তাহলে আপনি বলতে চাচ্ছেন হেলিকপ্টার থেকে গুলি করার কারণে মারা গেছে ? তখন আইনজীবী বলেন, পত্রপত্রিকার খবরে এসেছে। এক পর্যায়ে আদালত বলেছেন, যারা সিস্টেম নষ্ট করে এসেছে, তাদেরও জবাবদিহিতা আছে। শুধু হেলিকপ্টারের ওপর থেকে গুলি কে করেছেতেমনটি নয়। যারা গুলি করেছেন শুধু তারাই দায়ী নন, যারা অর্ডার (আদেশ) দিয়েছেন, তারা দায় এড়াতে পারেন না।

শুনানি শেষে আদালত বৃহস্পতিবার (১৫ আগস্ট) আদেশের জন্য দিন রেখেছেন।

এ বিষয়ে দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ৩১ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকার জনস্বার্থে রিটটি করেন। গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি অফিসে অভিযান : পুলিশের বিরুদ্ধে ২ মামলা
পরবর্তী নিবন্ধযুদ্ধ থেকে পালিয়ে মিয়ানমার বিজিপির ১৩ সদস্য টেকনাফে