‘হেলথ কেয়ার হিরো’ সম্মাননা পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া

করোনা যুদ্ধে অবদান

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

করোনা যুদ্ধে বিশেষ অবদানের জন্য এবার ‘হেলথ কেয়ার হিরো’ সম্মাননা পেলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া। গতকাল সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ দেশের ৩০ জন চিকিৎসক এবং ৫ জন নার্সের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ ও ওয়ালটনের পরিচালক মাহবুবুল আলম হেলথ কেয়ার হিরোদের হাতে সম্মাননা হস্তান্তর করেন। করোনা যুদ্ধে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটন।
উল্লেখ্য, করোনাকালের শুরুতে বিপর্যয়কর পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাথে নিয়ে মাত্র ১৫ দিনে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল গড়ে তোলে চিকিৎসা সেবা শুরু করেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। দেড় হাজারের বেশি করোনা রোগী এ হাসপাতালে চিকিৎসা সেবা পেয়েছেন। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী হিসেবে এ সম্মাননা পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। করোনা যুদ্ধে বিশেষ অবদানের জন্য এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠনের সম্মাননা পেয়েছেন তিনি। ফিল্ড হাসপাতালের পর করোনার দ্বিতীয় ধাপে সাধারণ মানুষের বাসায় গিয়ে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ‘হোম হসপিটাল’ চালু করেছেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। বাংলাদেশ আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়া অক্সফাম বাংলাদেশের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ
পরবর্তী নিবন্ধতফাজ্জল আহমেদকে মনে রাখবে সীতাকুণ্ডবাসী