হেরোইনের মামলায় ১১ বছর পর দুই ব্যক্তির যাবজ্জীবন

| বুধবার , ১৫ মে, ২০২৪ at ৮:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৫ মে) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক শরীফুল আলম ভূঁঞার এই রায় ঘোষণা করেন।

পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আবদুল মালেক ও আবুল হোসেনকে সাজা দে‌ওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. মনির হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

বিগত ১১ বছর আগে ডবলমুরিং থানার কদমতলী বাস স্টেশন এলাকা এক দোকানের সামনে থেকে হেরোইনসহ তাদেরকে গ্রেফতার ক‌রে র‌্যাব ৭।

বিষয়‌টি নি‌শ্চিত করে মহানগর পি‌পি আবদুর র‌শিদ বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আবুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। আব্দুল মালেক নামে আরেক আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ এপ্রিল রাতের ঘটনা। হেরোইনসহ ৪ জন আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। এ ঘটনায় ৪ আসামির বিরুদ্ধে মামলা ডবলমুরিং থানায় মামলা করেন। একই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পু‌লিশ।

এরইমধ্যে মো. নয়ন নামের এক আসামি মারা যাওয়ায় ২০১৬ সালে ৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণে অ‌ভিযোগ প্রমা‌ণিত হওয়ায় দুই আসামি বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই রাস্তার মাথায় অভিযানে অবৈধ ৪১ যান জব্দ
পরবর্তী নিবন্ধচকবাজারে রেস্টুরেন্টের নামে চলতো অসামাজিক কার্যকলাপ