হেমন্ত

রাহেলা আক্তার | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

নতুন ধানের ডালি নিয়ে

এলো হেমন্ত;

খুশির জোয়ার কৃষাণ মনে

বইছে বসন্ত।

সুখ পাখিটা আনবে এবার

নবান্নের উৎসব;

দিকদিগন্তে আনন্দের

বইবে কলরব।

কৃষাণ বধু দেখবে এসে

গোলাভরা ধান;

খুশি মনে, কৃষাণ হাতে

দেবে খিলি পান।

ধান বেচে কৃষাণ এবার

আনবে সব গয়না;

পূরণ করবে নতুন বধূর

যতো তার বায়না।

পূর্ববর্তী নিবন্ধচাঁদে একদিন
পরবর্তী নিবন্ধঘুম ভাঙানোর গপ্পো