সকালে ঘাসের গায়ে শিশিরের দানা
খালি পায়ে হেঁটে চলি, নাই কোনো মানা
আনন্দে ভাসি
ঝিলিকে রঙিন আলো সুরুজের হাসি
ফসলের পাকা ঘ্রাণে মাঠে ছুটে আসি।
হাসিভরা মুখে চাষি সোনা–ধান কাটে
খুশি আর উল্লাস হৃদয়ের হাটে
মাড়াইয়ের পরে
গোলা ভরে ধান ওঠে কৃষকের ঘরে
কৃষকের বধূ গুনগুনে গান করে।
উৎসব চলে যেন সকলের বাড়ি
নতুনের চাল দিয়ে ভাত ভরা হাঁড়ি
মন খুশি থাকে
হেমন্তএলে গ্রাম আনন্দ আঁকে
ফুল ফোটা বাগে মেঠো পথে বাঁকে বাঁকে
পিঠা হয় নানা স্বাদে ঘ্রাণে প্রাণভরে
নবান্নউৎসব চলে ঘরে ঘরে
ছুঁয়ে যায় মনে
সাঁঝে শীত তাড়া করে ভারি কনকনে
হেমন্ত আসে যেন নতুনের পণে।