হেমন্ত বন্দনা

আবদুল্লাহ ফারুক রবি | সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

হেমন্ত এলেই তোমার কথা মনে পড়ে
মনে পড়ে তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া
যখন হাতে হাত রেখে
দু’হাত মুষ্টিবদ্ধ করে রাখতে!

হেমন্তের শীত, কনকনে শীতের কাঁপুনি
তোমার কাছে অদৃশ্য ভয়ের কারণ হলেও
শিশির বিন্দু তোমার কাছে হীরের টুকরো
শীতের কুয়াশা অপরিমেয় সৌন্দর্য।
হেমন্তের আয়োজনে তোমার কথা মনে পড়ে
ফসলের ক্ষেত, খোলা আকাশ, নদীর প্রান্তরে
হিমেল বাতাসের শিহরণ,
কুয়াশার চাদরের কোমলতায়
ভিন্ন আমেজ, আলিঙ্গনের মধুর অনুভূতি!

রাতের আকাশে তাঁরা শোভিত জ্যোৎস্নার আলোয়
চোখে চোখ রেখে কাছে পাওয়ার আকুলতা
সবকিছু ছাপিয়ে পাতাঝরা শব্দে,
রঙিন ফুলের পরশে
সদ্য ফোটা ফুলের সুগন্ধির মাঝে
নিজেকে আবার খুঁজে পাওয়া!
তারপর, কোমল উষ্ণতার খোঁজে হাতে হাত রেখে
দু’হাত মুষ্টিবদ্ধ করে আবার কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া।

পূর্ববর্তী নিবন্ধইসলামী বিশ্ববিদ্যালয় হাসপাতালে পর্যাপ্ত ওষুধ চাই
পরবর্তী নিবন্ধসেই বটবৃক্ষ আজ এক মহীরূহ