হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরীর তত্ত্বাবধানে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট চমেক হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে, জেলা প্রশাসকের কার্যালয়, জিইসি মোড়, ২ নাম্বার গেইট, শেরশাহ, নিউ মার্কেট মোড়, জিপিও মোড়, কোতোয়ালির মোড়সহ বেশ কিছু জায়গায় পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়। গতকাল মঙ্গলবার মোজাহেরুল উলুম মাদরাসা, দারুল মা আরিফ মাদরাসা, নাসিরাবাদ মিছবাহুল উলুম মাদরাসা, ফিরোজশাহ বড় মাদরাসা, সেগুনবাগান তালীমুল কুরআন মাদরাসা, মুহিউসসুন্নাহ মাদরাসা, কোতোয়ালি, জালালাবাদ তালীমুল কুরআন মাদরাসা এছাড়াও আরো শত শত মাদরাসা নিজ নিজ এলাকায় শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করে। প্রেস বিজ্ঞপ্তি।