হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আল্লাহ ও রাসুলের পথে যারা থাকবে তারাই সত্যিকারে মুমিন। তারাই হবে দুনিয়াতে ও আখেরাতে সম্মানিত। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলামের হেফাজতের জন্য। ভ্রান্ত আক্বিদার ধারক ও বাহকদের মোকাবেলা করে ইসলামকে আমাদের হেফাজত করতে হবে।
গতকাল সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার শাখার উদ্যোগে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নোয়াপাড়া পথেরহাট চত্বরে শানে রেসালত সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম রাউজানের প্রধান উপদেষ্টা মৌলানা শেহাবউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, আল্লামা শাহ আনোয়ার হোসাইন, মাওলানা হেলাল উদ্দীন জমিরি। সমাবেশে প্রধান বক্তা ছিলেন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। মাওলানা কেফায়েত উল্লাহর সঞ্চলনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন, হেফাজতে ইসলাম রাউজানের সভাপতি মাওলানা এ কেএম আলমগীর মাসুদ ও সাধারণ সম্পাদক মৌলানা শফিউলম আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা খোবাইর, মুফতি কামাল উদ্দীন শিহাব কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ আরমানি, মাওলানা মাহমুদ বিন মাদানি, মৌলানা আবদুস ছমি, মৌলানা রিদোয়ান, মৌলানা আবদুল হামিদ, মাওলানা শফিকুল ইসলাম ওবাইদি, কারী আবদুস ছত্তার, মৌলানা মাহমুদ উল্লাহ, মৌলানা আজিজুল্লাহ, মাস্টার হারুন, খোরশেদ আলম, মনছুর আলম, ইয়াসিন, নজরুল, মনির, গিয়াস উদ্দীন, সেলিম, ইসহাক, পারভেজ প্রমুখ।












