হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছেন সাজিদুর রহমান

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৯:৫৭ অপরাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার বিষয়টি এক প্রকার চূড়ান্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা সাজিদুর রহমানের।

হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী আজ সোমবার (২৯ নভেম্বর) মারা যাওয়ায় পর হেফাজতের মহাসচিবের পদটি শূন্য হয়ে পড়ে। ফলে সংগঠন পরিচালনার জন্য ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা সাজিদুর রহমানের নামটি এক প্রকার চূড়ান্ত হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।

তিনি বলেন, “যুগ্ম মহাসচিবদের মধ্যে সাজিদুর রহমান সবার সিনিয়র। তাই ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে উনাকেই দায়িত্ব দেয়া হতে পারে।
এর আগে আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।”

গত শনিবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।

চলতি বছরের ৭ জুন হেফাজতের কমিটি গঠন করা হলে মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন নুরুল ইসলাম জিহাদী।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে গুলিবিদ্ধের ঘটনায় মামলা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কৃষকের ওপর প্রতিপক্ষের হামলা