হেফাজতের বর্তমান নেতৃত্ব সম্পর্কে সতর্ক করলেন ৫১ আলেম-ওলামা

আজাদী ডেস্ক | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্ব সম্পর্কে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্‌বান জানিয়ে দেশের ৫১ জন আলেম-ওলামা বিবৃতি দিয়েছেন। গতকাল শনিবার দেওয়া ওই বিবৃতিতে তারা বলেন, হেফাজতের এ নেতৃত্ব কিংবা যারা এ নেতৃত্ব অনুসরণ করছেন, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তারা শুধুমাত্র ইসলামের শত্রু নয়, তারা দেশ ও দশের শত্রু। যখন দেশবাসীর কাছে তাদের চেহারা উন্মোচিত হয়েছে, তখন তারা এই পবিত্র রমজান মাসে মিথ্যার আশ্রয় নিয়ে দেশবাসীকে ইসলামের দোহাই দিয়ে তাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা বিবৃতির আশ্রয় নিয়েছেন।বিবৃতিদাতারা বলেন, তাই আমরা আলেমসমাজ এসব ফেতনা সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশের প্রতিটি মুসলমান ভাই-বোনদের সচেতন থাকার আহ্‌বান জানাচ্ছি। বিবৃতিতে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের প্রতি হেফাজত নেতাদের বর্জনের আহ্‌বান জানিয়ে বলা হয়, কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্‌বান জানাব-এসব মতলববাজ, রাজনৈতিক দুরভিসন্ধিদৃষ্ট আলেমদের বর্জনের জন্য। যাতে তারা আমাদের ধর্মীয় অনুভূতি ব্যবহার করে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করতে না পারে। বিবৃতিতে স্বাক্ষরকারী আলেম-ওলামাদের মধ্যে রয়েছেন মাওলানা মো. ইসমাঈল হোসাইন, শাইখুল হাদিস মাওলানা মো. শাহাদাত হোসেন, কাজী মাওলানা শাহ মো. ওমর ফারুক, ডা. অধ্যাপক আল ইমরান, মাওলানা মো. মুফতি সাহাবুদ্দিন ভূইয়া, মাওলানা মো. মুহিবুল্লাহ, মাওলানা মো. গোলাম মোস্তফা, মাওলানা মো. আবদুল আজিজ, মাওলানা মো. মোস্তফা চৌধুরী, মাওলানা মো. ইলিয়াস হোসাইন প্রমুখ

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধে বিভীষিকাময় দিন
পরবর্তী নিবন্ধবিনিয়োগ আকর্ষণে কর কাঠামোর সংস্কার চায় ব্যবসায়ীরা