বিশ্ব টিকাদান সপ্তাহকে কেন্দ্র করে হেপাটাইটিস–বি সংক্রমণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে ৫০০ স্বাস্থ্যকর্মীকে বিনামূল্যে হেপাটাইটিস–বি স্ক্রিনিং এবং স্বল্পমূল্যে টিকদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে নগরীর সিএসসিআরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিভার কেয়ার সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ এবং সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তারেক শামস।
অনুষ্ঠানে সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং হেপাটাইটিস নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একইসঙ্গে সকলকে সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে নিজের এবং অন্যদের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিসমুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসসিআর প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. একরামুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সালাহউদ্দিন মাহমুদ, মানবসম্পদ প্রধান শাখাওয়াত হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা রহিম উল্লাহ।