সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বাংলাদেশে সাংবাদিক গ্রেপ্তারের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর তাদের নজরে এসেছে। এটা অবশ্যই এমন একটা বিষয়, যার ওপর আমরা নজর রাখছি, এটা এমন একটা বিষয় যা উদ্বেগজনক। দুজারিক বলেন, এ বিষয়ে জাতিসংঘের অবস্থান স্পষ্ট। সাংবাদিকদের যা কাজ, তা করতে বিশ্বের কোথাও যেন কোনো ধরনের হয়রানি বা শারীরিক নির্যাতনের মুখে পড়তে না হয়। বাংলাদেশ এবং প্রতিটা দেশের জন্যই সেটা প্রযোজ্য। মহামারীর এই সময়ে বিশ্বে সাংবাদিকরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তা আমরা সবাই দেখছি। সেই কাজটা যাতে তারা করে যেতে পারেন, তা সে যেখানেই হোক না কেন। খবর বিডিনিউজের।