নগরের ওয়াসা মোড়ে শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদসহ এক বৈঠককে ঘিরে হামলার পাশাপাশি নারী সমন্বয়ককে হেনস্তার ঘটনার প্রতিবাদে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী সমন্বয়কসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী সমন্বয়ক ফাতেমা খানম লিজা বলেন, ‘শনিবার আমাদের সাথে আমাদের ক্যাম্পাসের কয়েকজন সহযোদ্ধা ছিল। আমরা কেন্দ্রীয় মুখ্য সংগঠকের আগমনে সেখানে গিয়েছিলাম। সেখানে অতর্কিতভাবে আমাদের অনেকের ওপর হামলা করা হয়। সেখানে সমন্বয়ক রাসেল, তারভীর শরিফ, ওমর ফারুক, রেদওয়ান সিদ্দিকীর নেতৃত্বে কতগুলো টোকাই আমাদের দিকে তেড়ে আসে। তখন আমি এক সমন্বয়ককে জিজ্ঞেস করেছিলাম আপনি এখানে টোকাইদের সাথে কি করছেন? তখন একজন এসে আমাকে বলে এখান থেকে চলে যাও। তারা আমাদের ধাওয়া করে কয়েকবার। আমাকে ঘিরে ধরে চলে যেতে বলে। আমাকে ডট গ্যাং বলে ট্যাগ দেয়। এসময় আমাকে মারধর করার চেষ্টা করে এবং দেশীয় অস্ত্র নিয়ে আসে।’ তিনি বলেন, আমাদের অনেককে মারধর করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যারা এ ঘটনায় জড়িত, তারা যে দলের যে ব্যানারের হোক আইনের আওতায় আনা হোক। এ নারী সমন্বয়ক বলেন, ক্ষমতা পেয়ে গেলে লোভ লালসা ধ্বংস করে দেয়। এখানেও সেটা হয়েছে। এখানে মাইনাসের খেলা চলছে। এখানে বিরোধ সৃষ্টি করছে, কারা করছে কিভাবে করছে দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, কাল (শনিবার) রাফিকে কথা বলতে দেওয়া হয়নি। তার মুখে আঙুল তুলে একজন কথা বলেছে। আমরা কি রাফির অবদান অস্বীকার করতে পারবো? জীবন বাজি রেখে রাফি আন্দোলনে কাজ করেছে। এসময় একজন নারীর প্রতি এমন হেনস্তার তীব্র নিন্দা জানান তারা এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন।
এর আগে গত শনিবার জুলাই ঘোষণাপত্রের প্রচারণায় চট্টগ্রামে আসেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। নগরের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ শেষে নগরের ওয়াসা মোড়ের একটি অফিসে মাসউদ–রাসেলসহ অন্যান্যরা। সেখানে তারা পরবর্তী পরিকল্পনা নিয়ে একটি সভা করেন। সেখানে সমন্বয়ক রাফি–রিজাউরের উপস্থিতির পর ডট গ্যাংয়ের সদস্যরা মাসউদ–রাসেলকে অবরুদ্ধ করে হামলা করেন বলে অভিযোগ উঠেছে। অপরদিকে রাফি ও রিজাউরসহ তাদের যারা উল্টা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। পরে এ নিয়ে শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে রাসেল সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন চলাকালে রাফি–রিজাউর উপস্থিত হলে সেখানেও হট্টগোলের ঘটনা ঘটে।