একুশ আমার হৃদয় ভেজা
প্রাণের বর্ণমালা,
ফাগুন ঝড়া কৃঞ্চচুড়ার
বিস্তৃত ডালপালা।
কোকিল ডাকা বসন্তকাল
আপন করে টানে,
পলাশের রঙ ছড়িয়ে পড়ে
শহীদ ভাইদের প্রাণে।
সালাম রফিক বরকতেরা
বিলিয়ে দিলো প্রাণ,
দেশ জুড়ে আজ মিষ্টি মধুর
বাংলা ভাষার ঘ্রাণ।
মায়ের ভাষায় মা ডাকতে
সব বাধা আজ দূরে,
শহীদ ভাইদের নামগুলো সব
আছে হৃদয় জুড়ে।
একুশ এলে তাজা ফুলে
শহীদ মিনার সাজে,
ফাগুন ঝরা গানের কথা
হৃদয় কোনে বাজে।