মানুষের হৃদয় আজ মৃতপ্রায়। মানুষের হৃদয় আজ আর কোন ব্যথায়, যন্ত্রণায় কুঁকড়ে ওঠেনা। কান্নার আওয়াজ ছাপিয়ে যায় বুলেটের কর্কশ শব্দ। মানুষের হৃদয়ে আজ প্রেম নেই, কেবলই শরীরের সোঁদা গন্ধ। মানুষের হৃদয় আজ মায়া মমতায় উদ্বেলিত হয়না। উদ্বেলিত হয় প্রতিহিংসা, স্বার্থান্ধতার আগুনে। মানুষ নিজেও জানেনা তার পাশাপাশি থাকা মানুষটা কি ভয়ানক মুখোশ নিয়ে তার পাশে পথ হেঁটে চলেছে। অথবা তার অতি প্রিয়জন যার জন্য সে অপেক্ষা করে থেকেছে কয়েক সহস্র মুহূর্ত, প্রতিটা পল যার প্রতীক্ষায় থেকেছে সে কি ভয়ানক বার্তা নিয়ে এসেছে তার কাছে। হাসতে হাসতেই কেমন বলে দিয়ে যাচ্ছে, আমি তোমার নই, তোমার ছিলাম না কখনোই। মানুষের চোখের অশ্রুবিন্দুগুলোও কেমন যেন পাথরকণা হয়ে গেছে। কেবল গুমোট মেঘের মতো গুমগুম করে প্রতিধ্বনিত হচ্ছে বুকের ভেতর। বৃষ্টির মতো ঝরে পরছেনা। আর্ত মানবের কান্না আরামে আয়েসে থাকা ব্যক্তির হৃদয়ে পৌঁছায়না আজকাল। রুদ্ধ সব মানবিকতা, ভালোবাসার পথ। এজন্যই কি কবি বলেছেন ” তরুলতা সহজেই তরুলতা, আর মানুষ প্রাণপণ প্রচেষ্টাতেই মানুষ“!