‘হুম্মাম কাদেরের স্লোগান নিজের, বিএনপির নয়’

আজাদী প্রতিনিধি | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৮:৪৫ পূর্বাহ্ণ

নগরীর পলোগ্রাউন্ডে বিএনপির গণসমাবেশে যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর ‘নারায়ে তাকবির’ স্লোগান দেয়াকে তার নিজের বক্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত বুধবার পলোগ্রাউন্ডে বিএনপির বিভাগীয় গণসমাবেশের সার্বিক বিষয় তুলে ধরতে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা হুম্মাম কাদেরের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘এগুলো তার ব্যক্তিগত বক্তব্য। এগুলোর সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। এগুলো তার একান্ত ব্যক্তিগত বক্তব্য। দলের সঙ্গে এর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ সব বক্তব্য বিএনপির রাজনীতির অংশ নয়।’ ‘নারায়ে তাকবির’ বিএনপির স্লোগান না হলেও গণসমাবেশে হুম্মাম কাদের এ স্লোগান দেয়ায় সমালোচনা করছেন অনেকে।
প্রসঙ্গত, হুম্মাম কাদের চৌধুরী বুধবার গণসমাবেশে তার বক্তব্যে সরকারের উদ্দেশে বলেন, এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব। নিজেকে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে পরিচয় দিয়ে বক্তব্যে হুম্মাম কাদের বলেন, বেশি সময় নেব না। অনেক সিনিয়র নেতা এসেছেন। আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোনো বড় নেতা হিসেবে নয়। আজকে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। আপনারা সবাই সঙ্গে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারও নেই। বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, যাওয়ার আগে বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই, ‘নারায়ে তাকবির, নারায়ে তাকবির, নারায়ে তাকবির’। আমরা যখন আবার এই ময়দানে আসব সরকার গঠন করে আসব।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী পাড়ে স্বজনদের দিনভর বিলাপ