কুঞ্জলতার লালচে চমক
আহ্ কি দারুন রূপ!
শীত সকালে লেপের ওমে
খোকা থাকে চুপ।
গাঁয়ের রথে পৌষের মেলা
পিঠাপুলির দেশ,
সবুজ চোখে খোকার হাসি
সোনার বাংলাদেশ।
ভোরের পাখি কিচির মিচির
ঢেউয়ের কলতান,
সুখের পরশ দেয় বুলিয়ে
নতুন আমন ধান।
ঘাসের ডগায় চিক চিকা চিক
শিশির বিন্দু দোলে,
টক টকা টক শীতের বুড়ি
হিমের দুয়ার খোলে।