পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির ছবির সাথে প্রায় সকলেই পরিচিত হলেও বাস্তবে মাছটি দেখেছেন খুব কম সংখ্যক মানুষ। এমনকি সমুদ্র উপকূলীয় জেলা কক্সবাজারের মানুষও কদাচিৎ দেখে থাকেন মাছটি। তাই গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজারের হিমছড়ি সৈকতে একটি মরা তিমি ভেসে আসার খবরে সেখানে হাজারো উৎসুক মানুষের ঢল নামে। এরআগে ১৯৯০ সালে শহরের লাবণী পয়েন্ট সৈকতে ভেসে এসেছিল একটি মরা তিমি। শুক্রবার দুপুরে সামুদ্রিক জোয়ারের সাথে ভেসে আসে দৈর্ঘ্যে ৪৪ ফুট ও প্রস্থে (গোলাকার মাপ) ২৬ ফুট মরাপঁচা নীল তিমিটি। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে সেখানে ধীরে ধীরে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। পরে মিডিয়া ও ফেসবুকের মাধ্যমে খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে কক্সবাজার শহর ছাড়াও রামু, উখিয়া, এমনকি চকরিয়া থেকেও উৎসুক মানুষ হিমছড়ি সৈকতে এসে হাজির হয়। খবর পেয়ে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বনবিভাগ, র্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জেলা প্রাণী সম্পদ বিভাগের একদল কর্মকর্তা-কর্মচারীও মরা তিমিটির ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে আসেন। গতকাল রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লেখার সময় তিমিটিকে পৌরসভার ট্রাকের সঙ্গে বেঁধে সৈকত থেকে টেনে তীরে তোলার চেষ্টা করা হচ্ছিল।
ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও পিএইচডি ফেলো মোহাম্মদ আশরাফুল হক মরা প্রাণীটিকে ব্রাইডস হুয়েল (ইৎুফব্থং ডযধষব) বলে শনাক্ত করছেন। এটি প্রাপ্ত বয়স্ক বলেও জানান তিনি।
বিজ্ঞানী আশরাফ আরো জানান, নীল তিমি গ্রুপের একটি প্রজাতি হল ব্রাইডস হুয়েল। এটি আমাদের বঙ্গোপসাগরেরই বাসিন্দা। অন্তত ১০/১২ দিন আগে এর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই তিমিটি মারা গেছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানান তিনি।
শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে এই মরা নীল তিমিটির কঙ্কাল সংরক্ষণ করা উচিৎ বলে মনে করছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. নুরুল আবছার খান।
বিশিষ্ট সামুদ্রিক মৎস্য বিজ্ঞানী ড. ম কবীর আহমেদ ও পরিবেশবাদী আহমদ গিয়াস জানান, এর আগে ১৯৯০ সালের এই সময়ে শহরের লাবণী পয়েন্ট সৈকতে ভেসে এসেছিল একটি মরা নীল তিমি। যেটি ছিল আকারে আরো বড়। প্রায় ৬৫ ফুট। সেই তিমির কঙ্কাল সংরক্ষণ করা হয়েছিল।
উল্লেখ্য, গত বছর জুনে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদেনিপুরস্থ বঙ্গোপসাগর উপকূলে ৩৫ ফুট দীর্ঘ একটি মরা তিমি ভেসে আসে বলে কলকাতার গণমাধ্যম সূত্রে জানা যায়।