হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘নূরের পাখি সিজন-২’ সম্পন্ন

ব্লগবাড়ির আয়োজন

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

মননশীল প্লাটফরম ব্লগবাড়ির আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘নূরের পাখি সিজন২’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। ব্লগবাড়ি প্রতিষ্ঠাতা কাজী সাঈদের সভাপতিত্বে দিন ব্যাপী এই প্রতিযোগিতায় গিয়াস উদ্দীন ও তসলিম হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব। এতে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী পরিচালক শিহাব মালেক, ফিনলে প্রোপার্টিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ নাসের, এপিক প্রোপার্টিজ লি.-এর হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহ উদ্দীন, ফুলকলি গ্রুপ জিএম আবদুস সবুর, ডাক্তার মেসবাহ উদ্দীন তুহিন, নাগরিক টিভির ব্যুরোচিফ এ কে আজাদ, পটিয়া জেনারেল হাসপাতালের পরিচালক দিদারুল আলম, হালিশহর প্রিমিয়ার ব্যাংক প্রিন্সিপাল অফিসার গিয়াস উদ্দিন সেলিম, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠাতা শওকত হোসেন, মোঃ নাসির উদ্দিন, হালিশহর প্রিক্যাডেট স্কুল সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ফুলের হাসি ফাউন্ডেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার মো: লোকমান হোসাইন, এডভোকেট বরকতুল্লাহ খান, খন্দকার হেলাল উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় ৩০০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন, যেখানে প্রথম পুরস্কার নগদ ২০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ ১৫,০০০ টাকা, তৃতীয় পুরস্কার নগদ ১০,০০০ টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান অর্জন কারীদের প্রদান করা হয়েছে সম্মাননা স্মরক। প্রথম পুরস্কার অর্জন করেন হাফেজ আব্দুল্লাহ আল ফাহিম, দ্বিতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ রেজাউল করিম, তৃতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ মোহাম্মদ সাঈদ, এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন হাফেজ আব্দুল্লাহ আল তামিম, হাফেজ নাফিছ উদ্দীন, হাফেজ আব্দুর রহমান, হাফেজ মোহাম্মদ ওমায়ের, হাফেজ জাহেদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আনাছ ও হাফেজ মুফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশি পোশাক বিদেশি বলে বিক্রি, মিমি সুপার মার্কেটে ৩ দোকানকে জরিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় শিশুকে হেনস্তাকারী সেই ব্যক্তি গ্রেপ্তার