হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে র‌্যাবের অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

বান্দরবানে পাহাড়ে র‌্যাবের অভিযানে নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পার্বত্য চট্টগ্রামের প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

গতকাল দুপুরে বান্দরবানের মেঘলা র‌্যাব কার্যালয়ের পার্শ্ববর্তী পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এসব তথ্য জানান। এ সময় র‌্যাব ১১ ব্যাটালিয়ানের কমান্ডার লে. কর্নেল তানবির মাহমুদ পাশা ও র‌্যাবের কর্মকর্তা মশিউর উপস্থিত ছিলেন। র‌্যাব জানায়, বান্দরবান ও রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ডাকে উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতের নামে ঘরছাড়া নিখোঁজ তরুণরা জঙ্গিবাদের প্রশিক্ষণ নেয়। জঙ্গিদের অর্থের বিনিময়ে প্রশিক্ষণে সহযোগিতা করে আসছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটি রাষ্ট্র বানাতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। র‌্যাবের চলমান অভিযানে গ্রেপ্তার জঙ্গিদের তথ্যের ভিত্তিতে

বান্দরবান সদর উপজেলার টংকাবর্তী ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে নব্য জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পাহাড়ের সশস্ত্র প্রশিক্ষণের কমান্ডার কুমিল্লা সদরের বাসিন্দা দিদার হোসেন চাম্পাই (২৫) ও নারায়ণগঞ্জের আল আমীন ধর্মীয় ভুল ব্যাখা দিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে কয়েকজন তরুণকে পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণে নিয়ে যায়; ঢাকার কামরাঙ্গীচরের সাইনুন রায়হান পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণরত দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী ও পাহাড়ে তঞ্চঙ্গ্যা হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনের একজন; এছাড়া সিলেটের বিয়ানিবাজারের তাহিয়াদ চৌধুরী পাভেল (১৯) পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণে ভিডিও ধারণ, এডিটিং মিডিয়া কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ছিল, সিলেটের সুনামঞ্জের মো. লোকমান মিয়া (২৩) কুমিল্লায় একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করত; সে পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণরত দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থী ও পাহাড়ে তঞ্চঙ্গ্যা হত্যাকাণ্ডে জড়িত চারজনের একজন; কুমিল্লার লাকসামের ইমরান হোসেন শান্ত (৩৫) সংগঠনের শুরা সদস্যদের কেরানীহাট ও আলীকদম থেকে সংগঠনের আমিরের বাসায় নিয়ে যেত এবং উদ্বুদ্ধ হয়ে আসা তরুণদের কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তার ওপর শারীরিক নির্যাতন চালাত; ঝিনাইদহের মো. আমির হোসেন (২১) কুমিল্লায় একটি মসজিদে ইমামতি করত, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণরত দ্বিতীয় ব্যাচে অংশ নেয়; পার্বত্যাঞ্চলে প্রশিক্ষণের সময় পাহাড়ের তারপং খালের নামে তার সাংগঠনিক নাম দেয়া হয় তারপং; বরিশালের মো. আরিফুর রহমান (২৮) ২০১৯ সালে নব্য সংগঠনে উদ্বুদ্ধ হয়ে পাহাড়ে ভারী অস্ত্র চালানো, বোমা তৈরিসহ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে; ময়মনসিংহের শামিম মিয়া (২৪) ২০২১ সালে ঢাকার একজন শিক্ষকের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে জঙ্গি প্রশিক্ষণ নিতে পাহাড়ে অবস্থান নেয়, কিন্তু র‌্যাবের জঙ্গি বিরোধী অভিযানের ফলে অন্যদের সাথে সেও সাইজাম, মুন্নামপাড়া, পাইক্ষ্যংপাড়া, তেলাং পাড়াসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে আত্মগোপনে ছিল।

এ সময় জঙ্গিদের আস্তানা থেকে ৬টি বন্দুক, ১টি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, জঙ্গিদের ব্যবহৃত ব্যাগসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, চলমান জঙ্গি বিরোধী অভিযানে গত বছরের অক্টোবর থেকে নব্য জঙ্গি সংগঠনের ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও দেখে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত আরো ৭২ জনকে শনাক্ত করা গেছে। এছাড়া জঙ্গিদের পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণে সহযোগিতাকারী কেএনএফের ১৭ জন সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। ১ মার্চ পটিয়া থেকে গ্রেপ্তার হওয়া কয়েকজন জঙ্গির তথ্যমতে, জঙ্গিরা র‌্যাবের অভিযানের মুখে পার্বত্য চট্টগ্রামকে নিরাপদ মনে করছে না। তারা চট্টগ্রামসহ সমতলে আত্মগোপনে চলে যাচ্ছে। জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সশস্ত্র সদস্যরা কোথাও স্থির হচ্ছে না। আত্মগোপন করতে নতুন জায়গা পরিবর্তন করছে।

তিনি বলেন, ঘরছাড়া নিখোঁজ কয়েকজন তরুণের খোঁজ করতে গিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার তথ্য বেরিয়ে আসে। জঙ্গি সংগঠন এবং কেএনএফের কাছে কী পরিমাণ অস্ত্র রয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়ের পা পুড়িয়ে করাতেন ভিক্ষাবৃত্তি জুয়াড়ি মা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধডিউটি শেষে ফেরার পথে কারের ধাক্কা ট্রাফিক সার্জেন্ট নিহত