হিজাবি মডেল রথির গল্প

| মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ মডেল এবং ইনফ্লুয়েন্সার রথী আহমেদ। ২০১৭ সাল থেকে পথচলা শুরু হলেও শোবিজে তার পরিচিতি বাংলাদেশের ‘হিজাবি মডেল’ হিসেবে। এই রথী আহমেদই বাংলাদেশের প্রথম টিকটকার যিনি কিনা নানা ব্র্যান্ডের ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেছেন। খবর বাংলানিউজের।
তাছাড়া রথী একটি নামি কোম্পানির হিজাব রিচার্জ শ্যাম্পুর মডেল হিসাবেও কাজ করেছেন দীর্ঘদিন। খবর বাংলানিউজের।
বাংলাদেশ যখন ইনফ্লুয়েন্সদের জন্য একটা স্বর্গরাজ্য হতে চলেছে, তখন রথীর পথ চলাটা সহজ ছিল না মোটেও। তবুও শত প্রতিকূলতা পার করেই উঠে এসেছেন তিনি। আলাপে সেসব বিষয়ে জানান রথী। প্রথম হিজাব মডেলিং শুরু করা নিয়ে রথী আহমেদ বলেন, আমাকে যখন একটি বিজ্ঞাপনের জন্য চূড়ান্ত করা হলো তখন তারা আমাকে জানায়, ক্যামেরার সামনে আমাকে খোলা চুলে থাকতে হবে।
হিজাব ছাড়া নাকি আমাকে স্ক্রিনে দেখতে ভালো লাগবে। তখন আমি ভাবি, তাহলে কি হিজাব পরে কাজ করা যাবে না! আমি যেমন তেমনই থাকবো। এরপর আমি অনেকগুলো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি, সবগুলোতে হিজাব পরেই করেছি। মডেলিংয়ের ক্ষেত্রে হিজাব ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, মডেলিংয়ের ক্ষেত্রে হিজাবের চিন্তাটা আসার কারণ হলো-আমি ছোটবেলা থেকেই হিজাব পরি।
যখন আমি বুঝতে শিখলাম তখন থেকেই ভেবেছি- আমি যে কাজই করবো হিজাব পরেই করবো। সেখান থেকেই এই জায়গায়।

পূর্ববর্তী নিবন্ধওয়ারসাইট ব্যান্ডের যুগপূর্তি
পরবর্তী নিবন্ধযেভাবে সেভ করা যায় ইনস্টাগ্রামের ছবি ও ভিডিও