হাসির আড়ালে দুঃখ থাকে, জন্মদিন প্রসঙ্গে তারিক আনাম খান

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৫৭ পূর্বাহ্ণ

গতকাল ছিল গুণী অভিনেতা তারিক আনাম খানের জন্মদিন। নানাজনের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন বলে জানান তিনি। সেসব ভালোবাসার জবাব দিয়েছেন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে। ‘জন্মদিনের ভাবনা’ শিরোনামের সেই লেখায় তিনি বলেন, আমার জন্ম আমার তিন বোনের পর। বৈশাখ মাস। আমার মনে হয় আমার মা খুব ভাবনায় ছিলেন। এবারও কি মেয়ে? সে সময় এ ধরনের ভাবনা খুব স্বাভাবিক ছিল। আমাদের বৃহত্তর পরিবারে রসবোধ, হাসিঠাট্টা নিত্যদিনের সাথি। হাসির আড়ালে দুঃখ থাকে। চার্লি চ্যাপলিন তাই আজো বড় প্রিয়। মুগ্ধ হয়ে দেখি। তিনি ছোটবেলার জন্মদিনের স্মৃতিচারণ করে বলেন, জন্মদিন মানেই আমার কাছে ছেলেবেলা। তেমন উদযাপন হতো না। বাবা খুব সকালে উঠে আমার জন্মদিনের তারিখটা সুরে সুরে আওড়াতেন। মা একটু বিশেষ কিছু করতেন। ভাইবোনরা ক্ষ্যাপাতব্যস ঐটুকু। এখন অনেক মানুষ আমার জন্মদিনকে মনে রাখেন, শুভেচ্ছা জানান। মানুষের ভালোবাসা আমাকে আপ্লুত করে। আমি তো মানুষের জন্য কিছু করতে পারিনি। আজো আনন্দিত মুখ, হাসিমাখা মুখ আমাকে খুশি করে।

যদি আমার কারণে তা হয়, তাহলেই মানবজন্ম সার্থক। যারা বিভিন্নভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার কথা ১ মিনিটের জন্যও ভেবেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

পূর্ববর্তী নিবন্ধ‘বৃদ্ধাশ্রম’ মিউজিক ভিডিওতে খালেদা আক্তার কল্পনা
পরবর্তী নিবন্ধশিল্পকলায় রবীন্দ্র উৎসব আজ