হাটহাজারী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলীর মা আলমপুর হংস চৌধুরী বাড়ি নিবাসী হাসিনা বেগম (৭৫) গতকাল বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে….রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে, ৩ মেয়ে,নাতি–নাতনী,আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদ আছর হাটহাজারী বড় মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে নূর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, পৌরসভা প্রশাসক, মডেল থানার ওসি হাবিবুর রহমান, হাটহাজারী প্রেস ক্লাব পরিবার, আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, উপজেলা শিক্ষক সমিতি, হাটহাজারী শিক্ষক ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন।